ছোট গল্প : ছেলেবেলা অনেক দুরে ফেলে এসেছি।
লিখেছেন লিখেছেন আমীর আজম ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:৪৩:২৭ রাত
অনেক দিন পর বাড়িতে এসেছে তমাল। সাধারণত প্রতি এক মাস বা দুই মাস পরপরই আসার চেষ্টা করে। এবার বেশ দেরি হয়ে গেল। টানা ছয় মাস পর। ফাইনাল পরীক্ষা ছিল। পড়াশুনা নিয়ে ব্যাস্ত থাকার কারণে দেরি টা হয়ে গেল।
.
অনেকদিন পর আসল। তাই গ্রামের চারদিক ঘুরে দেখছে।
.
ধান কাটা হয়ে গেছে। গ্রামের জমিগুলো ফাঁকা পড়ে আছে। ফাকা জমিগুলোর ব্যাবহার কিভাবে করা যায় গ্রামের ছেলেরা খুব ভাল করেই জানে।
.
বাঁশ দিয়ে দুই দিকে গোলপোস্ট তৈরি করা হয়। মাঝখানে বিশাল ফুটবল খেলার মাঠ। দিনভর চলে খেলাধুলার বিশাল আয়োজন। এ পাড়ার সাথে ও পাড়া। প্রতিদিন। গ্রামের যুবক, বৃদ্ধ, শিশু, কিশোর সবাই মাঠের চতুর্দিকে বসে খেলা দেখে।
.
আগে শুধু ফুটবল খেলার মাঠই ছিল। তবে ইদানীং বেশ কয়েক বছর থেকে ফুটবল মাঠের পাশে ক্রিকেট মাঠও দেখা যায়। আর ছেলেদের কাছে ক্রিকেটের জনপ্রিয়তাটাও দিন দিন বাড়ছে।
.
এর অবশ্য কারণ আছে। তাদের স্বপ্নের পরিধি এখন বেড়ে গেছে। অনেকেই বলার চেষ্টা করে সাকিব, মোস্তাফিজ পারলে আমরা পারব না কেন।
*******************
আজকেও ব্যাপক খেলাধুলা চলছে। পাশে দাড়িয়ে দেখছে তমাল। এক সময় সেও এখানে অনেক খেলাধুলা করেছে। একবার তো পা ও ভেঙে ফেলেছিল। হঠাত এক ছোট ভাই ডাক দেয় :
- তমাল ভাইয়া কেমন আছেন ?
- আলহামদুলিল্লাহ, ভাল আছি।
- কবে আসলেন ?
- এইতো গতকাল রাতে।
- আসেন খেলি।
- না খেলব না। তোমরা খেল। আমার একটু কাজ আছে।
.
সেখান থেকে চলে আসে তমাল। আসলে তার কোন কাজ নাই কিন্তু কিসের জানি একটা সংকোচবোধ কাজ করছে। অথচ একসময় সে এখানকার নিয়মিত খেলোয়াড় ছিল।
*********************
হাটতে হাটতে পুকুরপাড়ে আসে তমাল। অনেক ছোট ছেলেমেয়ে সাতার কাটছে। এদের এখনো খেলার মাঠে যাওয়ার বয়স হয় নাই। তাই সাতার কাটাই তাদের খেলা।
.
এক সময় এখানকার নিয়মিত সাতারু ছিল তমাল। নিজের কথাগুলো মনে পড়ে যায়। ফাজলামি করতে গিয়ে কতবার যে নাক মুখ দিয়ে পানি ঢুকে গেছিল। হঠাত এক পিচ্চি ডাক দেয় :
- তমাল ভাইয়া কেমন আছ।
- ভাল।
- এই দেখো, আমি এক ডুবে এপাড় থেকে ওই পাড়ে চলে যাব।
- যাওতো দেখি !!
সত্যি সত্যি ছেলেটা এক ডুবে ওই পাড়ে চলে যায়। অবাক হয় তমাল। এই বয়সে সে পারতো না এটা। আবার চিৎকার দেয় ছেলেটা :
- তুমি পারবা ?
- অবশ্যই পারব।
- দেও তো দেখি।
- আজকে না। আরেকদিন।
- বুঝছি। তুমি কি পারবা !!
মনে মনে হাসে তমাল। ছেলেগুলা ইঁচরেপাকা হয়ে গেছে।
********************
এখানেও আর দাড়ায় না তমাল। সোজা বাড়ির দিকে হাটা দেয়। মনটা উদাসীন হয়ে যায় হঠাত। মাথার মধ্যে একটা গানের লাইন ঘুরতে ঘুরতে থাকে বারবার -
.
তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি।
বিষয়: বিবিধ
৩১৫১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন